ফালাকাটার লীলাবতী কলেজের ওয়েবসাইট হ্যাক, দেওয়া হয়েছে পাকিস্থানের হুমকি বার্তা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটার জটেশ্বর লীলাবতি কলেজের ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শুক্রবার রাতে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ক্যাফেতে গিয়ে ওনলাইনে পরীক্ষার ফর্ম ফিলাপ করেতে গিয়ে দেখে সেই সাইটটি হ্যাক হয়ে গেছে। তাতে লেখা আছে “পাকিস্থান কে পরাস্ত করে এমন কোন শক্তি নেই…”। এর পর তারা বিয়টি কলেজ কর্তিপক্ষকে জানায়। কলেজ থেকে তখনই যোগাযোগ করে ওয়েবসাইটটি তত্বাবধানে থাকা সংস্থার সাথে। ফালাকাটার জটেশ্বর লীলাবতি কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র বসুনিয়া জানান, খবর পাওয়া মাত্রই ওয়েবসাইট টি তত্বাবধানে থাকা সংস্থার সাথে যোগাযোগ করি, ওনারা জানায় একই সার্ভারে থাকা এরকম আরও ১০টির মতো ওয়েবসাইট হ্যাক হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। তবে ওয়েবসাইটে কোন গোপন তথ্য ছিল না। আমরা কলেজের পরিচালন কমিটির সাথে আলোচনায় সিধান্ত নিয়ে কলেজের পক্ষে থানায় অভিযোগ জানান হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের কোন অসুবিধা হবে না। মনে করা হচ্ছে পাকিস্থান থেকে কোন হ্যাকার এই কান্ড ঘটিয়েছে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)