ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট চ্যাম্পিয়ন হল মালদা হোয়াইট ইলেভেন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১০ই ফেব্রুয়ারি, ২০১৯: ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় হাই স্কুল ময়দানে অমূল্য নন্দী ও জিতেন নন্দী স্মৃতি চ্যাম্পিয়ন ও প্রভাত ভৌমিক স্মৃতি রানার্সআপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো মালদা হোয়াইট ইলেভেন। এদিন টসে জিতে নেতাজী সংঘ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় খেলার ওভার সংখ্যা কমিয়ে আনা হয়। প্রথম ইনিংসে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্ৰহ করে মালদা হোয়াইট ইলেভেন। মালদা হোয়াইট ইলেভেনের সন্দীপ দাস ৩৯ বলে ৫১ রান করে। এছাড়া অনন্ত প্রামানিক ২৬ রান ও চন্দ্রনাথ ঠাকুর ২৩ রান করেন। নেতাজি সংঘের পক্ষে অমলেশ শর্মা ৫ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট এবং মনু কুমার ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় নেতাজী সংঘের ইনিংস। মালদার বান্টি বিশ্বাস ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট এবং ভোলা দাস ৫ ওভারে ২৫ রানে ৩ উইকেট তুলে নেন। ২৪ রানে জয়ী হয় মালদা হোয়াইট ইলেভেন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সন্দীপ দাস এবং অল রাউন্ড পারফরম্যান্সের জন্য বান্টি বিশ্বাসকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)