মাথাভাঙ্গায় তৃনমূলের পালটা সভায় বিজেপিকে তুলোধোনা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৮ই ফেব্রুয়ারি, ২০১৯: কুচবিহারের মাথাভাঙ্গার পারাডুবিতে গত দুই ফেব্রুয়ারি সভা করেন রাজনাথ সিং। রাজনাথের সভার ছয় দিন পরে আজ একই জায়গায় সভা করছে তৃনমূল। তৃণমূল কংগ্রেসের পারডুবি অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মিন্টু বীর বলেন জনবিরোধী ও সম্প্রদায়িক বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এই জনসভা। রাজনাথের সভার পাল্টা জবাব দিতে এদিন মঞ্চে উপস্থিত বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এবং সাংসদ পার্থ প্রতীম রায়৷ রবি এবং পার্থ ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,বিধায়ক উদয়ন গুহ, মিহির গোস্বামী সহ জেলার বিধায়কগণ।সাংসদ পার্থ প্রথিম রায় জানান রাজনাথের সভার থেকে অনেক বেশীমানুষ আজকের সভায় বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছে৷ তৃনমূল কংগ্রেসের এই পাল্টা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ৷ তিনি বিজেপির কঠোর সমালোচনা করেন৷ তিনি জানান কয়েকটি রাজ্যে হেরে গিয়ে বিজেপি এখন ভয় পাচ্ছে৷ কুচবিহারে তৃনমূলের অন্দরে দলীয় কোন্দল থাকলেও আজ রবিন্দ্র নাথ ঘোষ এবং পার্থ প্রথিম রায় একই সুরে কড়া ভাষায় বিজেপিকে তুলোধনা করেন৷
ছবি: টি.এন.এস