ডিউজ ক্রিকেটে উৎসাহিত করতে ইসলামপুরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হল
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৮ঠা ফেব্রুয়ারি, ২০১৯: ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ইসলামপুর গতকাল হাই স্কুল ময়দানে অমূল্য নন্দী ও জিতেন নন্দী স্মৃতি চ্যাম্পিয়ন ও প্রভাত ভৌমিক স্মৃতি রানার্স আপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। জানা গিয়েছে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার ও ইসলামপুরের মোট ৮টি দল নিয়ে এদিন থেকে টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে। ডিউজ ক্রিকেটে ইসলামপুরের ক্রিকেটারদের উৎসাহিত করতে এই টুর্নামেন্টের উদ্যোগ বলে জানিয়েছে মহকুমা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইচ্ছাময়ী মাতৃমন্দির বনাম জলপাইগুড়ি টাউন ক্লাব অংশগ্রহণ করে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি টাউন ক্লাব। প্রথম ইনিংসে ব্যাট করে নির্দ্ধারিত ৩০ ওভারের ২৯.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্ৰহ করে ইছাময়ী মাতৃমন্দির দল। ইছাময়ী মাতৃমন্দির দলের হয়ে ৫৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে অভিষেক এবং অপরদিকে ৬ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নিয়ে প্রশংসিত জলপাইগুড়ি টাউন ক্লাবের শুভম। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইছাময়ী মাতৃমন্দিরের ৬ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেওয়া বিপুল টুডুর দুর্দান্ত বোলিংয়ের স্পেলের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছিল টাউন ক্লাবকে। কিন্তু খারাপ ফিল্ডিং ও একের পর এক ক্যাচ মিস হওয়াতে ম্যাচ জলপাইগুড়ি টাউন ক্লাবের অনুকূলে চলে যায়। প্রসেনজিৎ সরকারের ব্যক্তিগত ৬৬ রানে ভর করে ২৮ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জলপাইগুড়ি টাউন ক্লাব। জলপাইগুড়ি টাউন ক্লাবের প্রসেনজিৎ সরকার ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন। প্রসেনজিৎ সরকারের হাতে সেরা খেলোয়ারের ট্রফি তুলে দেন মহকুমা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক অজিত দত্ত সহ প্রবীণ খেলোয়াড়রা।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)