ইসলামপুরের সতীপুকুর শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লীর শুভ সূচনা হল
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৯শে জানুয়ারি, ২০১৯: বিধায়কের প্রস্তাবে ইসলামপুরের সতীপুকুর শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লীর মঙ্গলবার শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে, আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ইসলামপুরের সতীপুকুর শ্মশান ঘাটের দুই চুল্লী বিশিষ্ট বৈদ্যুতিক চুল্লীর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন উদ্বোধন করেন। উত্তর দিনাজপুর জেলায় এটি প্রথম বৈদ্যুতিক চুল্লীর শ্মশান ঘাট বলে দাবী করেন গোয়ালপোখরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। এই বৈদ্যুতিক চুল্লীতে একটি মরদেহ সৎকার করতে ২ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। পাশাপাশি মরদেহ পোড়াতে গিয়ে পরিবেশের দিকে নজর রেখে বিষাক্ত ধোঁয়া বিশুদ্ধ করার প্রক্রিয়ারও ব্যবস্থা করা হয়েছে। এদিনের বৈদ্যুতিক চুল্লীর উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাত বানু, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য জাভেদ আখতার ও এসডিও মনীশ মিশ্র সহ পুরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইসলামপুরের পুরচেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের প্রস্তাব মেনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আট মাসের মধ্যে এই বৈদ্যুতিক চুল্লীর কাজ সম্পন্ন করার জন্য দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানান। এই বৈদ্যুতিক চুল্লীর দাবী ইসলামপুরবাসী দীর্ঘদিন ধরে করে আসছিলেন। এছাড়াও এদিনের বৈদ্যুতিক চুল্লী উদ্বোধনেও বাদ গেল না দারিভিট প্রসঙ্গ। আগামী সপ্তাহেই দারিভিটের পাকা সেতুর শিল্যানাসের পাশাপাশি কাজ শুরুর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)