আজ শিলিগুড়িতে পালিত হলো ফতেয়া-দোয়াজ-দাহম্

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে নভেম্বর, ২০১৮: আজ ছিল ৩২৫তম জন্মদিবস নবী হযরত মুহম্মদের। মুসলিম সম্প্রদায়ের কাছে আজকের দিনটি ছিল উৎসবের, আনন্দের তথা জলসার। ইসলামিক পঞ্জিকা অনুসারে বছরের তৃতীয় মাসে শিয়া সম্প্রদায়েরা ১৭তে ও সুন্নি সম্প্রদায়েরা ১২তে নবীর জন্মদিন পালন করে থাকে। বুধবার ভারতবর্ষের নানান প্রান্তের মতো শহর শিলিগুড়িতেও আজ মহাড়ম্বরে পালিত হলো মীলাদুন নবী বা মালঈদ। এদিনে সকাল ৯’টার সময় শহরের বিভিন্ন অংশ থেকে বের হয়েছিল জলসা পদমিছিল, যা বিদ্যাসাগর রোড, ঝংকার মোড় প্রদক্ষিণ করে মিলিত হয় হাশমি চকে। নানান উপহার বিনিময় ও গরিবদের মধ্যে খাদ্য-বস্ত্র বিতরণের মাধ্যমে নবীর দিনটিকে মহা উৎসবের রূপ দেওয়া হয়েছিল শহরের বুকে।

ছবি ও ভিডিও: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!