নদী থেকে বালু-পাথর তুলতে দেওয়ার দাবীতে বন্ধ চা বাগানের শ্রমিকেরা থানা ঘেরাও করলেন
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৬ই জানুয়ারি ২০১৯: নদী থেকে বালু-পাথর তুলতে দেওয়ার দাবীতে ডুয়ার্সের রেডব্যাঙ্ক গ্রুপের বন্ধ চা বাগান ধরনীপুর, রেডব্যাঙ্ক এবং সুরেন্দ্রনগর চা বাগানের শ্রমিকেরা বুধবার দুপুরে বানারহাট থানা ঘেরাও করলেন। বর্তমানে ডুয়ার্সের নদী গুলি থেকে অবাধ বালু-পাথর তোলা বন্ধ রয়েছে। প্রশাসনিক এই সিদ্ধান্তের জেরেই চরম সমস্যায় পড়েছে বন্ধ চা বাগানের শ্রমিকেরা।
চা বাগান বন্ধ থাকায় চা বাগান সংলগ্ন ডায়না নদী থেকে বালু-পাথর ট্রাকে বোঝাই করে এবং পাথর ভেঙে যে সামান্য রোজগার হচ্ছিল তাই দিয়েই বাগানের শ্রমিকেরা বেঁচে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু বর্তমানে নদী থেকে পাথর তোলা বন্ধ থাকায় শ্রমিকেরা চরম আর্থিক অনটনে পড়ে এদিন থানা ঘেরাও করেন বলে জানা গিয়েছে।
চা বাগানের শ্রমিকেরা জানান বাগান দীর্ঘ দিন বন্ধ থাকায় নদী থেকে পাথর তুলে তা বিক্রি করা ছাড়া তাদের কাছে অর্থ রোজগারের আর কোনও রাস্তা খোলা নেই। তাই পুনরায় নদী থেকে পাথর তুলতে দেওয়ার অরাজনৈতিক ভাবে তারা বানারহাট থানা ঘেরাও করে দাবিপত্র প্রদান করেন। বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে শ্রমিকদের দাবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)