স্বামী বিবেকানন্দের জন্মদিন ‘বিবেক চেতনা উৎসব’ হিসেবে পালিত হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৩ই জানুয়ারি, ২০১৯: গতকাল পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে ফালাকাটা ব্লক বিবেক চেতনা ও ছাত্র যুব উত্সব ২০১৮-২০১৯ অনুষ্ঠিত হলো ফালাকাটায়। উপস্তিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী সহ প্রমুখ। দুদিনের এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রভৃতি। প্রত্যেক সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে ও জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানায় উক্ত অনুষ্ঠানের বিভাগীয় মন্ত্রীর প্রতিনিধি তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ সঞ্জয় দাস। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোত্সব এবং জাতীয় যুব দিবস উদযাপন করল ফালাকাটা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও স্বামী বিবেকানন্দ সেবা সংস্থা। এই উপলক্ষে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলের রোগীদের ফল বিতরণ, ফালাকাটা জুড়ে বার্নাড শোভাযাত্রা, স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান, দুস্থদের শীতবস্ত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্তিত ছিলেন ফালাকাটা লীলাবতী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রমাপ্রসাদ নাগ, কোচবিহার শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের স্বামী ত্রিনয়নানন্দজী মহারাজ প্রমুখ।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)