আজ আলিপুরদুয়ার কোর্ট পোষ্ট অফিসে চালু হল পাসপোর্ট সেবা কেন্দ্র
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ২৯শে ডিসেম্বর, ২০১৮: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আলিপুরদুয়ার কোর্ট পোষ্ট অফিসে শুরু হল পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। এদিন আলিপুরদুয়ার শহরে কোর্ট ডাকঘরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রটি স্থাপন করা হয়। এখন থেকে পাসপোর্টের যাবতীয় কাজ আলিপুরদুয়ার শহরে থেকেই করা সম্ভব হবে বলে জানিয়েছেন পাসপোর্ট কর্তারা। এদিন পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন আলিপুরদুয়ার লোকসভার সাংসদ দশরথ তীরকি ও কলকাতা সার্কেলের ডেপুটি পাসপোর্ট আধিকারিক শেখ আমিন খান। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল রিজিউনের ডিপিএস সিএল লাল কাকজুয়াল৷ আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ চক্রবর্ত্তী সহ অনান্যরা। প্রথমদিন ১০ জন আবেদনকারী ডকুমেন্ট ভেরিফিকেশান ও প্রসেসিং হয়।
ফাইল চিত্র