প্রথম ডিভিশন ক্রিকেটে এন.এন.সির সহজ জয় এন.ডি.এস এর ওপরে
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৭ই ফেব্রুয়ারি ২০১৮: আজ শিলিগুড়ি তরাই তারাপদ হাই স্কুলের মাঠে শিলিগুড়ির প্রথম ডিভিশন ক্রিকেট লীগের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ির এন.ডি.এস এবং এন.এন.সি দল। প্রথমে এন.এন.সি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এন.এন.সি ৩৭.৪ ওভারে সব উইকেট হাড়িয়ে ১৫২ রান করতে সমর্থ হয়। এন.এন.সির হয়ে ভালো ব্যাট করে সুভান বিশ্বাস ৪৩ ও শুভম চক্রবর্তী ৩৫। অন্যদিকে, এন.ডি.এস এর হয়ে ভাল বল করে রাজা বাবু। সে এন.ডি.এস এর হয়ে ৪ উইকেট দখল করে। জবাবে এন.ডি.এস ব্যাট করতে নেমে নির্ধারিত ২৮.১ ওভারে সব উইকেট হাড়িয়ে ৯৪ রান করে থেমে যায়। ফলাফল হয় এন.এন.সি দল ম্যাচে ৫৮ রানে এন.ডি.এস দলকে হাড়িয়ে দেয়। এন.এন.সি দলের হয়ে ভাল বল করে দলের ক্যাপ্টেন সাগ্নিক বিশ্বাস। সে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর সাথে থাকে অভিজিৎ রায়। সেও ৩ উইকেট পায়। ম্যাচ শেষে এন.এন.সি দলের সুভান বিশ্বাস ব্যাটিং পারফরম্যান্স এর জন্য ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়।