সিকিমে ব্যাপক তুষারপাত, ছাঙ্গুতে আটকে অন্তত ১৩০০ পর্যটক
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, গ্যাংটক, ২৮শে ডিসেম্বর, ২০১৮: বড়দিনের ছুটিতে সিকিমের ছাঙ্গু দেখতে যাওয়া যে কত বিপদজনক হতে পারে তা আজ সেখানে আটকে থাকা ১৩০০ পর্যটক টের পেয়েছে। মরশুমের এই তুষারপাতে ছাঙ্গু পর্যন্ত রাস্তা বরফে ঢেকে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পরে। এর ফলে ৫০০টি পর্যটক ভরা গাড়ি সেখানে আটকে পরে। অবশ্য তাদের উদ্ধারে নামে সেনা এবং তাদের সেখান থেকে অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয়। সূত্রের মারফৎ জানা গেছে আগামীকাল তাদের নিরাপদে গ্যাংটকে নিয়ে যাওয়া হবে। সিকিম রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল কোন রকম পর্যটনের জন্যে অনুমতি বাতিল এবং বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া যাই থাক তুষারপাত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে আজ পাহাড়ের পর্যটকেরা। আগামীকাল ও এমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং এও তুষারপাতের দৃশ্য উপভোগ করেছে স্থানীয় লোকজন এবং পর্যটকেরা
সংবাদচিত্র ও ভিডিও