অনুর্ধ ১৬ বাবলাতলা ক্রিকেটে চ্যাম্পিয়ন শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে ডিসেম্বর, ২০১৮: ২৮তম শিলিগুড়ি বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট শিলিগুড়ির কলেজ মাঠে আজকের টি২০ ফাইনালে চ্যাম্পিয়ন হল দাদাভাই স্পোর্টিং ক্লাব। আজ ফাইনালে পরস্পর মুখোমুখি হয় শিলিগুড়ি অগ্রগামী সংঘ এবং শিলিগুড়ি দাদা ভাই স্পোর্টিং ক্লাব। প্রথমে টসে জিতে অগ্রগামী সংঘ ব্যাট। তবে খেলাকে আকর্ষণীয় বানাতে ২০ ওভারের বদলে ২৫ ওভার করবার সিদ্ধান্ত নয় আয়োজকেরা। সেই মোতাবেক অগ্রগামী সংঘ ব্যাট করে ২২.৫ ওভারে সব উইকেটের বিনিময়ে ১০৪ রান করে। অগ্রগামী সংঘের হয়ে উল্লেখযোগ্য রান করে ঋত্তিক রাই (২৬)। দাদা ভাই স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল বল করে ঋসভ আগরওয়াল। সে টিমের হয়ে ৩টি উইকেট দখল করে। এরপর ১০৫ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে দাদা ভাই স্পোর্টিং ক্লাব। তবে যেটা মনে করা হচ্ছিল সহজ ম্যাচ সেটা হয়নি। ২১.১ ওভার অতিক্রান্ত করে সেই লক্ষ্যমাত্রায় ৯ উইকেট হাড়িয়ে পৌছায় দাদা ভাই স্পোর্টিং ক্লাব। দাদা ভাই স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল রান করে নিসিথ পাসওয়ান (৩৮) এবং আদিত্য সিনহা (২০)। অগ্রগামী সংঘের হয়ে ৩টি উইকেট দখল করে সাগ্নিক রায়। যথারীতি দাদা ভাই স্পোর্টিং ক্লাব মাত্র ১ উইকেটে হলেও জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। আগামী কাল থেকে শুরু হচ্ছে সিনিয়র দেড় টুর্নামেন্ট। উভয় দলকে পুরস্কার দাও হবে আগামী ৩১ এ ডিসেম্বর।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)