ফালাকাটায় আইএনটিটিইউসি নির্বাচনি পরবর্তী সভা অনুষ্ঠিত হলো

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪ই জুন, ২০২১: গত রবিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লক আইএনটিটিইউসি নির্বাচনি পরবর্তী সভা অনুষ্ঠিত হলো তৃণমূলের ফালাকাটা ব্লক কার্যালয়। আইএনটিটিইউসি অনুমোদিত সকল শাখা সংগঠন দের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে এই সভার মধ্য দিয়ে কড়া বার্তা দেওয়া হয় কর্মীদের। গত বিধানসভা নির্বাচনে যে সকল কর্মী ও নেতারা সেরকম ভাবে সহযোগিতা করেনি তাদেরকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবং যারা দলের হয়ে ভালো কাজ করেছে তাদেরকে সামনের সারিতে এনে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগোতে চাইছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের পক্ষ থেকে আরও যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী দিনে তারা এ মাসের মধ্যেই একটি রক্তদান শিবির করবেন এবং ব্লকের প্রতিটি অঞ্চলে গিয়ে গিয়ে তারা সকল শাখা সংগঠন এবং ইউনিট গুলো আছে তাদের সঙ্গে সভা করে সকলের কথা গুরুত্ব দিয়ে শোনা হবে এবং এরপর সমস্ত রিপোর্ট জেলা ও রাজ্য নেতৃত্ব কাছে পাঠানো হবে।

ফালাকাটা ব্লক আইএনটিটিইউসি ব্লক সভাপতি অশোক সাহা জানান, এদিনের এই সভায় সকল সংগঠনের নেতৃত্ব ডাকা হয়েছে তাদের নিয়েই একটি আলোচনা করা হয়েছে এবং যারা বিধানসভা নির্বাচনে দলের হয়ে ভালো কাজ করেছে তাদের গুরুত্ব আরো বাড়ানো হবে এবং যারা দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের দল থেকে বের করে দেওয়া হবে এমনটাই নির্দেশ এসেছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!