মাথাভাঙ্গায় অনুষ্ঠিত হল বিশ্ব হিন্দু পরিষদের যজ্ঞ ও সম্মেলন
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ২৫শে ডিসেম্বর, ২০১৮: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে বিশ্ব শান্তি যজ্ঞ ও হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হল মাথাভাঙ্গায়। মঙ্গলবার মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঁচাগড় বাবুরটারি এলাকায় ওই বিশ্ব শান্তি যজ্ঞ ও হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিন যজ্ঞ শুরুর আগে একটি পদযাত্রার করা হয়। এই দিনের অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন এলাকা থেকে অগুন্তি পুরুষ ও মহিলারা আসেন। পরে একটি প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শ্রী বসন্ত কুমার, সাধারণ সম্পাদক শ্রী গৌতম সরকার। বিশ্ব হিন্দু পরিষদের সাধারন সম্পাদক গৌতম সরকার সংবাদ মাধ্যম কে বলেন “এখন শুধু সময়ের অপেক্ষা, খুব তাড়াতাড়ি রাম মন্দির নির্মাণ হবে। রাম মন্দির নির্মাণের জন্য মাথাভাঙায় এই যজ্ঞ ও হিন্দু সম্মেলন করা হয়েছে। প্রতি বছর মাথাভাঙ্গায় ২৫ ডিসেম্বরে এই বিশ্ব হিন্দু পরিষদের যজ্ঞ ও সম্মেলন হয়”। এবছর এই অনুষ্ঠানের জন্যে নির্দিষ্ট জায়গায় অনুমতি না মেলায় পঁচাগড়ের বাবুরটারি এলাকায় করা হয় বলে ওই সংগঠন থেকে জানানো হয়েছে। তবে সেই জন্যে জন সমাগমের কোন ঘাটতি হয়নি।
ছবি ও ভিডিও: স্বপন রায় বীর (টি.এন.আই)