ফালাকাটার মুখ উজ্জল করে ব্লকের ৩ কন্যাশ্রি পেল ক্যারাটে ব্ল্যাক বেল্ট
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ডিসেম্বর, ২০১৮: ”মেয়েও হবে কণ্যা রত্ন, পেলে শিক্ষা নিলে যত্ন”। এই প্রবাদকে সফল করে দেখালো ফালাকাটার তিন কন্যাশ্রী। এই তিন কন্যাশ্রীরা হলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী অনুস্কা গোলদার ও ঈষিতা ঘোষ এবং একাদশ শ্রেণীর ছাত্রী স্বপ্না পাল। এরা তিনজনই ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির ছাত্রী। আনুশকা, ঈষিতা, স্বপ্না এই তিনজন কন্যাশ্রী ফালাকাটা ব্লকে ক্যারাটে প্রথম ব্ল্যাক বেল্ট অর্জন করেছে। এই তিন কন্যা মাধ্যমিকের স্টার নম্বর নিয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আর এবার ক্যারাটেতেও ফালাকাটার মুখ উজ্জ্বল করল। এদের এই সাফল্যে খুশি এদের ক্যারাটে প্রশিক্ষক সেন্সেই দেবাশীষ সিনহা। সহ ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির সকল শিক্ষার্থী। এরা তিনজন মেয়েদের পথ প্রদর্শক বললেন এই শিবিরের মায়েরা। অনুস্কা, ঈষিতা, স্বপ্না বলে, আজ আমাদের এই সাফল্যের জন্য আমাদের সেন্সেই দেবাশীষ স্যার অনেক কষ্ট করেছে। আজ ওনার জন্য আমরা এই সাফল্য পেয়েছি। আমাদের বাবা মা ও পরিবার আমাদের অনেক উত্সাহ দিয়েছে। আমরা মেয়ে বলে আমাদের কোন বাধা দেয়নি বরং সব কিছুতে উৎসাহ দিয়েছে। বিভিন্ন জায়গায় কম্পিটিশনে নিয়ে যেত পড়ার ফাঁকে ক্যারাটে অনুশীলনে নিয়ে যেত। আজ সকল মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন বলে আমরা মনেকরি। আমাদের লক্ষ অলেম্পীকে অংশগ্রহণ করা। ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির মুখ্য প্রশিক্ষক সেন্সেই দেবাশীষ সিনহা বলেন, “আনুশকা, ঈষিতা, স্বপ্না এরা তিনজন আমাদের ব্লকের গর্ব। এদের তিনজনের কঠোর পরিশ্রম আজ তাদের সাফল্য এনে দিয়েছে। এরা সকলেই মাধ্যমিকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের পিতামাতা খুবই ভাগ্যবান। ক্যারাটে এখন অলেম্পীকে যুক্ত হয়েছে। এদের সাথে আমাদের অ্যাকাডেমির আর সাতজন ব্লাক বেল্ট অর্জন করেছে কিন্তু মেয়েদের মধ্যে এরা তিনজনই ব্লকে প্রথম ব্ল্যাক বেল্ট পেল। এদের দেখে আগামী দিনে মেয়েরা উৎসাহিত হয়ে এগিয়ে আসবে”। ক্যারাটের গুরুত্ব বুঝে শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলার অধিকাংশ স্কুলের কন্যাশ্রীদের বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)