ফালাকাটায় ২০১৯ থেকে শুরু হতে চলেছে সরকারি ইংরেজি প্রাথমিক স্কুল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪শে ডিসেম্বর, ২০১৮: আগামি শিক্ষা বর্ষ থেকে ফালাকাটা ব্লকে প্রথম শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা সাংসদের ইংরাজি মাধ্যমের স্কুল। এত দিন ছিল শুধু বাংলা মাধ্যমের স্কুল আর এবার ২০১৯ শিক্ষা বর্ষ থেকে শুরু হতে চলেছে ইংরাজি মাধ্যমের স্কুল। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উন্নত ও আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার লক্ষে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রিরা ইংরাজি ভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে। আলিপুরদুয়ার জেলায় মোট ৫টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে। এই স্কুলগুলি হল, আলিপুরদুয়ার কলেজিয়ট হাই স্কুল, ম্যাকইউলিয়াম আর.আর প্রাইমারি স্কুল, শান্তিনগর আর.আর প্রাইমারি স্কুল, ফালাকাটা ২ নম্বর এস.পি প্রাইমারি স্কুল ও বিরপারা এল.ডাবলু.সি প্রাইমারি স্কুল। প্রথম পর্যায়ে বিভিন্ন প্রাথমিক স্কুলে ইংরাজিতে এম এ ডি এল এড অথবা ইংরাজি মাধ্যমে পড়া শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্য থেকে এনে আগামি শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরাজি মাধ্যম স্কুল। প্রাথমিক বিদ্যালয়ে ইংরাজি মাধ্যমের পাথক্রম চালুকরার জন্য ফালাটার নিম্নবুনিয়াদি বেসিক স্কুল পরিদর্শন করে গেলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল রায়, ডিস্ট্রিক প্রজেক্ট অফিসার ও সর্বশিক্ষা মিশনের ফালাকাটা ব্লকের জুনিয়ার ইঞ্জিনিয় সমিত্র দে প্রমুখ। এই বিষয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিখাকে আর উন্নত করতে ও বিনামূল্যে স্কুলকে আধুনিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত করার লক্ষে রাজ্যের আলিপুরদুয়ার জেলায় মোট ৫টি প্রাইমারি স্কুলকে পরীক্ষামূলক ভাবে বেছে নেওয়া হয়েছে। আগামি দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এই ইংরাজি মাধ্যমের পাঠক্রমে প্রতিটি স্কুলকে ৩জন করে ইংরাজিতে এম.এ.ডি.এল.এড অথবা ইংরাজি মাধ্যমে পড়া শিক্ষক বা শিক্ষিকা দেওয়া হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রি-প্রাথমিক ও প্রাথমিক প্রথম শ্রেণী, এই দুটি ক্লাস দিয়ে শুরু করা হবে এবং প্রতিবছর ক্লাস বাড়তে থাকবে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ইংরাজি মাধ্যমের পাঠক্রমে পড়ানো হবে এর জন্য স্কুল থেকে ফর্ম থেকে শুরু করে ড্রেস, বই সবই দেওয়া হবে বিনামূল্যে। এছারাও স্কুল ড্রেস ও মিড-ডে মিলও দেওয়া হবে।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)