সি.এ.বি উইমেন্স ক্রিকেটে মাত্র ১৪ রানে কুচবিহার হেরে গেল জলপাইগুড়ির বিরুদ্ধে
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪শে ডিসেম্বর, ২০১৮: সি.এ.বি পরিচালিত সিনিয়র উইমেন্স ডিস্ট্রিট ক্রিকেট ম্যাচে শিলিগুড়ির চান্দমুনি ক্রিকেট মাঠে আজকের খেলায় পরস্পর মুখোমুখি হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশ এবং কুচবিহার ডি.এস.এ একাদশ। প্রথমে টসে জিতে কুচবিহার ডি.এস.এ একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশ ব্যাট করে ৪০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৯ রান করে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশের হয়ে উল্লেখযোগ্য রান করে রেশমি মুন্ডা (২৯) এবং প্রবিরা রায় (২৪)। কুচবিহার ডি.এস.এ একাদশের হয়ে ভাল বল করে দীপান্বিতা রায়। সে টিমের হয়ে ৩টি উইকেট দখল করে। এরপর ১৭০ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে কুচবিহার ডি.এস.এ একাদশ টিম। তাসের ঘরের মত উইকেট পরতে পরতে ৪০ ওভারে ১৫৫ রান করে ৯ উইকেট হাড়িয়ে কুচবিহার ডি.এস.এ একাদশ টিম ইনিংস শেষ হয়। কুচবিহার ডি.এস.এ একাদশের হয়ে রান করে সঞ্চিতা অধিকারী (৩৪), মল্লিকা রায় (২০) এবং সুস্মিতা রায় (২০)। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশের হয়ে ৩ উইকেট দখল করে বিভা তির্কি। যথারীতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশ ১৪ রানের ব্যাবধানে জয়লাভ করে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশ এর পরবর্তী খেলা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ একাদশের বিরুদ্ধে এই মাসের ২৭ তারিখ একই মাঠে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)