বিতর্কের মধ্যে দিয়ে শেষ হল তুফানগঞ্জের ছাত্র যুব উৎসব
অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২৫ শে ডিসেম্বর ২০১৮: বিতর্কের মধ্যে দিয়ে শেষ হল তুফানগঞ্জ ১নং ব্লক ছাত্র যুব উৎসব । এই উৎসবে অংশ নেওয়া এক প্রতিযোগীর বিষয়ে মৌমিতা দাস নামে এক অভিযোগকারী তুফানগঞ্জ ১নং ব্লকের বিডিও সুভজিৎ দাশগুপ্তের কাছে অভিযোগ দায়ের করেন। যে ছাত্র যুব উৎসবের নিয়ম অনুযায়ী শুধু মাত্র তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত বাসিন্দারাই তুফানগঞ্জ ১নং ব্লক ছাত্র যুব উৎসবে অংশ নিতে পারেন কিন্তু পৌর এলাকার কোনও প্রতিযোগী সেখানে অংশ নিতে পারে না। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী তুফানগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ঋতুপর্ণা সাহা নামে একজন প্রতিযোগী পরিচয় গোপন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ঋতুপর্ণা সাহা সাধারণ বিভাগে লোকনৃত্যে প্রথম স্থান অধিকার করেন। তুফানগঞ্জ ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ দাশগুপ্ত তার হাতে পুরস্কার তুলে দেন। এই বিষয়ে তুফানগঞ্জ ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ দাশগুপ্ত বলেন মৌমিতা দাস আমার কাছে একটি লিখিত অভিযোগ করে । তিনি বলেন তার পর তিনি পৌর এলাকার ঋতুপর্ণা সাহাকে ‘শো কজ’ করেছেন।
ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)