রায়গঞ্জে অনুষ্ঠিত কুলদা মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ জিতল কলকাতার ইস্টার্ন রেল
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৩শে ডিসেম্বর, ২০১৮: আজ রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউট এর পরিচালনায় সাতদিন ব্যাপি কুলদা কান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ক্রীড়া কমিটির সম্পাদক শ্রী অরিজিৎ ঘোষ টি.এন.আই কে জানালেন, প্রতিবারের মতো এবারো রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে খেলার আয়োজন করা হয়েছিল। গত সোমবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ইস্টবেঙ্গল ফুটবল একাডেমি, ইস্টার্ন রেলওয়ে কলকাতা, টালিগঞ্জ অগ্রগামী মতো নামকরা ফুটবল টিমেরা অংশ নিয়ে ছিল৷ প্রতিদিন মাঠে উপস্থিত ছিল অসংখ্য দর্শক ও খেলপ্রেমিরা। এদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। আজকে ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় বৈদ্যবাটি এফসি এবং ইস্টার্ন রেলওয়ে, কলকাতা। সম্পূর্ণ খেলা অমীমাংসিত থাকার পরে সাডেন ডেথে বৈদ্যবাটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টার্ন রেলওয়ে কলকাতা। ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেওয়া হয়, বৈদ্যবাটি এফসির খেলোয়াড় সুমন পাইনের হাতে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ মহঃ সেলিম, পুরসভার চেয়ারম্যান শ্রী সন্দীপ বিশ্বাস, পুর কাউন্সিলর শ্রী হিমাদ্রি সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্রী অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷ এদিন সকলেই বিজয়ী দলে ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন৷
ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)