অভিনব জন্মদিন পালিত হল শিলবাড়িহাটে পাঠ প্রতিবন্ধী স্কুলে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে ডিসেম্বর, ২০১৮: মঙ্গলবার, দুপুরে পূর্বকাঠালবাড়ির এলাকার শিলবাড়িহাটে, পাঠ প্রতিবন্ধী স্কুলে (স্বপ্ন সোসাইটির) সহযোগিতায়, ব্লাড ডোনার অর্গানাইজেশনের পরিচালনায় পার্থ রায়ের জন্মদিন পালন করা হল। পার্থ রায় ২৫তম জন্মদিনে প্রতিবন্ধী দুস্থশিশুদের কে নিয়ে দুপুরে সান্তার বেসে বড় অগ্রীম দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছু উপহার দেন। উপহারে ছিল কেক, সান্তার টুপি, বেলুন, চকলেট, শিক্ষা সামগ্রী, মিষ্টি। প্রায় ৫০ জন শিশু উপস্থিত ছিল। পার্থ রায় আজ স্বেচ্ছায় রক্তদান ও করেন কুচবিহার এম.জে.এন হাসপাতালে। অনুষ্ঠান পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য শুভময় দে, পন্মিনী মৃধা, ময়ূখ বোস, সন্দীপন নন্দী, সম্পাদক রাজা বৈদ্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বপ্ন সোসাইটির সম্পাদক তাপস বর্মন, পাঠ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ দাস, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য প্রমুখ। জন্মদিনের সেলিব্রেশন মানেই একরাশ আনন্দ। জন্মদিনের সেলিব্রেশন মানেই নতুন একটা দিন, জীবনের একটা বছর পিছনে ফেলে আসা। আর সেই সেলিব্রেশন যদি জীবনের সঠিক এবং মানবিক শিক্ষায় শিক্ষিত রুচির পরিচয় দেওয়া হয়। তাহলে সেই শুভদিন হয়ে ওঠে অনেক আনন্দময়। সেই রকম একটা সেলিব্রেশন উদাহরন হয়ে থাকলেন পার্থ রায়। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তাই শিশুকে সু-নাগরিক ভাবে গড়ে তুলতে তাদের এই প্রয়াস। প্রতিবন্ধী শিশুদের নিয়ে কিছু করার লক্ষ্যে তারা ধারাবাহিক ভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করতে উদ্ব্যোগী হয়েছেন। তারই অঙ্গ হিসাবে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষরা তাদের স্বেচ্চাসেবী সংগঠনের প্রতি পথপ্রদর্শক হচ্ছে। স্বেচ্চাসেবী সংগঠনের পক্ষ থেকে পার্থ রায়ের সুস্থ জীবন কামনা করে। তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সবাই বাচ্চাদের সাথে সময় কাটিয়ে খুব খুঁশি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)