জাগরণী ক্রিকেটে প্রথম সেমিফাইনাল জিতল কলকাতার বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টার
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে আজকের প্রথম সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হয় কলকাতার দুটি টিম, বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টার (বি.সি.সি.সি) এবং চ্যাটার্জি অ্যান্ড পাল ক্রিকেট কোচিং সেন্টার (সি.পি.সি.সি.সি)। প্রথমে টসে জিতে সি.পি.সি.সি.সি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক সি.পি.সি.সি.সি ব্যাট করে ২৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করে ফেলে। সি.পি.সি.সি.সি’র হয়ে উল্লেখযোগ্য রান করে হ্যাপি উজ্জামান (৭৮)। বি.সি.সি.সি’র হয়ে ভাল বল করে প্রাভিনদ যাদব। এরপর ১৭৪ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে বহরমপুরের সি.পি.সি.সি.সি টিম। পেশাদারিত্ব দেখিয়ে তারা নির্ধারিত ওভারের মধ্যেই জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয়। ভাল রান করে ঋসব শঙ্কর (৮৪)। যথারীতি বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টার ৮ উইকেটে জয়লাভ করেরে। প্রত্যাশিত ভাবে ম্যাচে সর্বাধিক রান করার জন্যে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত করা হয় বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টারের ঋসব শঙ্কর কে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)