ফালাকাটার যাদবপল্লী হাইস্কুল পেল রাজ্যের শিশুমিত্র পুরষ্কার

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৮ই ডিসেম্বর, ২০১৮: আলিপুরদুয়ার জেলায় শিক্ষাঙ্গনে নতুন পালক যুক্ত হলো ফালাকাটার যাদব পল্লী হাই স্কুলের। গত সপ্তাহে কলকাতার মহাজাতী সদনে শিক্ষা দপ্তরের এক অনুষ্ঠানে জেলার সেরা স্কুলের শিরোপার পর এবার শিশু মিত্র পুরস্কার পেল ফালাকাটার যাদব পল্লী হাই স্কুল। একটি অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র সায়ন মিত্রের হাতে শিশু মিত্র পুরস্কার তুলে দেওয়া হয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ আধিকারিক গণ। এর আগে ২০১৪ সালে ফালাকাটার যাদব পল্লী হাই স্কুল জেলার সেরা বিদ্যালয় এর পুরস্কার অর্জন করেছিল আর আজ জেলার মধ্যে নতুন পালক যুক্ত হলো শিশু মিত্র পুরস্কার। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়মশৃংখলা, শৌচাগার ব্যাবস্থা, ছাত্রীদের জন্য সেনেটারি ব্যবস্থা সবদিক বিচার করে এই পুরস্কার দেয় স্কুল শিক্ষা দপ্তর। শিশু মিত্র পুরস্কার পেয়ে খাসির জোয়ার বিদ্যালয় জুরে। প্রসঙ্গে ফালাকাটার যাদব পল্লী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা দত্ত বলেন, এই পুরস্কারে আমরা খুব খুশি। এর সাথে সাথে আমাদের দায়িত্ব আর কয়েকগুণ বেড়ে গেল। জেলার মধ্যে সেরার সেরা স্কুলে উন্নীত করাই এখন আমাদের লক্ষ। এই পুরস্কার প্রাপ্তির জন্য আমাদের স্কুলের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন কমিটির সকল সদস্য ও এলাকা বাসি সকলে আমাদের সর্বদা সহোজোগীত করে থাকেন এর জন্য এই পুরস্কার সকলের। এই বিদ্যালয় অর্ধশতক পেরিয়ে আজ ৫২ বছরে পদার্পণ করেছে। এতদ্ অঞ্চলের কিছু শুভানুধ্যায়ী শিক্ষানুরাগী ১৯৬৮ সালে এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। গুটিগুটি পায়ে আজ স্বমহিমায় জেলার মধ্যে সেরার স্থান অর্জন করেছে। আগামী দিনে রাজ্যের সেরা বিদ্যালয়ে পরিণত করব।

সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!