মত্স্য দপ্তরে ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাছের পোনা ছারা হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৮ই ডিসেম্বর, ২০১৮: গত পরশু ফালাকাটায় মত্স্য দপ্তরের উদ্যোগে ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বিগ ফিস স্কিমের অন্তর্গত ৭৫০০টি মাছের পোনা, ৫০০ কেজি লাইম ও ৩০০ কেজি এসএসপি প্রদান করা হলো ফালাকাটা ব্লকের গোকুল নগর এফ.পি.জি. তে।
এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলা আধিকারিক (সমবায়), মত্স্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাদক্ষ শ্রী রামসিং কারজি, মত্স্য সম্পশারন আধিকারিক প্রমুখ। ফালাকাটা ব্লক মতস্ আধিকারিক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য্য টি.এন.আই কে জানান, “এই প্রকল্পের উদ্যেশ্য হলো বড় মাছের উত্পাদন। এর মাধ্যমে মত্স্য জীবীরা লাভবান হবেন”।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments