মোরাঘাট চা বাগানের নিখোঁজ যুবকের খোঁজ মিলল বাংলাদেশে

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  বানারহাট, ১লা মার্চ, ২০২১: ফেসবুকে এলেও প্রকৃত সত্যি। এক ব্যক্তি ফেসবুকে বাংলাদেশের এক ভবঘুরের ছবি পোস্ট করেন। এই ভবঘুরে জানাচ্ছিলেন তার বাড়ি ভারতের মোরাঘাট চা বাগানে। সেই সূত্র ধরেই মোরাঘাট চা বাগানে খোঁজ করতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যাওয়া মানসিক ভারসাম্যহীন অমিত নায়েকের পরিচয় জানা যায়। অমিতের পরিবার যেমন চাইছে সে বাড়ি ফিরে আসুক তেমনি তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া পরিবারও চাইছে অমিত বাড়ি ফিরে যাক। জানা গিয়েছে অমিতের বাড়ি জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকার মোরাঘাট চা বাগানের ধোবি লাইনে। তার পরিবারে স্ত্রী সহ ৯ বছর বয়সী এক মেয়ে এবং ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে। মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চা বাগানের কাজে যাচ্ছিলেন না। এর পর বিগত বছরর কালীপূজার সময় থেকে তিনি হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান। যারা অমিতের ছবি পোস্ট করেছিল তাদের সাথে যোগাযোগ করে জানা যায় বাংলাদেশের পঞ্চগড় জেলার ৫ নং চাকলাহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেহেরপাড়া গ্রামের মহঃ আব্দুস সালামের বাড়িতে সে আশ্রয় নিয়েছে। তারা চাইছে অমিতের পরিবার তাকে ফিরিয়ে নিয়ে যাক। অত্যন্ত দরিদ্র চা শ্রমিক পরিবার নিখোঁজ অমিতের সন্ধান জেনে আনন্দিত হওয়ার পাশাপাশি এখন তারা কিভাবে তাকে ফিরিয়ে আনবে সে চিন্তায় একপ্রকার দিশেহারা। মোরাঘাট চা বাগানের বড়বাবু কুসুম কান্তি এক্কা বলেন মনোজ ভালো ছেলে হিসেবেই বাগানে পরিচিত। মানসিক ভাবেও কিছুটা অসুস্থ হয়ে পড়ায় বিগত প্রায় দুই বছর ধরে সে কাজে অনুপস্থিত ছিল। মনোজ কি করে বাংলাদেশে চলে গেল তা তারাও বুঝে উঠতে পারছেন না। স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা বলেন তিনি এই পরিবারের সাথে কথা বলবেন এবং তাকে ঘরে ফেরাতে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবেন।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!