ইসলামপুরে রিপনের খুনে ধৃতের সাত দিনের পুলিশি হেফাজত
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৮ই ডিসেম্বর, ২০১৮: বাসিন্দা রিপন ভাওয়ালের খুনে শোকাগ্রস্ত সুকান্তপল্লীর ব্যবসায়ীরা শনিবার বনধ পালন করলেন। পাশাপাশি রিপন খুনের অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে এদিন আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুরের সুকান্তপল্লীর বাসিন্দা অজিত ভাওয়ালের ছেলে রিপন ভাওয়ালকে নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র শোকাগ্রস্ত স্থানীয়রা। এদিন ইসলামপুরের সুকান্তপল্লী এলাকার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্ত্বরের ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান বন্ধ রেখে বনধ পালন করেন। অন্যদিকে, রিপন ভাওয়াল খুনের ঘটনায় অজিতবাস কলোনী এলাকার মনোজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। এদিন ধৃতকে ইসলামপুর আদালতে পাঠানো হয়। আদালত ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায় গতকাল শুক্রবার সকালে হাত পা মুখ বাঁধা ও গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুকান্তপল্লীর বাসিন্দা রিপন ভাওয়ালের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)