এবার ফালাকাটায় মহিলা কলেজের দাবী উঠল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে নভেম্বর, ২০১৮: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাত্রীদের জন্য উন্নয়নের জোয়ার এনে দেয়েছেন। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, চালু করেছে রূপশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী প্রভৃতি। উন্নয়নে ভোরে উঠেছে ফালাকাটাও। ফালাকাটা ব্লকে দুটো সাধারণ কলেজ আছে। একটি ফালাকাটা কলেজ অপরটি জটেস্বর লীলাবতী কলেজ। বেশ কয়েকটি উচ্চবালিকা বিদ্যালয় আছে। এছাড়াও আছে কো-এড উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলে ছাত্রর তুলনায় ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তবে এখানে মহিলা কলেজ নেই। এই ব্যাপারে ফালাকাটার ছাত্র ছাত্রীদের মধ্যে জোরালো দাবী উঠেছে মহিলা কলেজের। ফালাকাটার সাধারণ মানুষেও দাবিটি সমর্থন করেছেন। ফালাকাটার নিকটবর্তী মাথাভাঙা ২নং ব্লক এবং বীরপাড়া ছাত্রীগন ফালাকাটায় পড়াশোনার সুযোগ পাবে। বর্তমানে এই এলাকা থেকে বহু ছাত্র ছাত্রী ফালাকাটা কলেজ ও জটেশ্বর লীলাবতী কলেজে পাঠরতা। মহিলা মহাবিদ্যালয় হলে বহু ছাত্রী উপকৃত হবে। এই ব্যপারে ফালাকাটার নর্থবেঙ্গল সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্পাদক নারায়ণ চন্দ্র বিশ্বাস বলেন, ফালাকাটায় মহিলা কলেজ স্থাপনের জন্য রাজ্যের শিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিকট দাবী পত্র পাঠিয়েছেন। তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। ফালাকাটার বিশিষ্ট শিক্ষক ডঃ প্রবির রায়চৌধুরী বলেন, ছাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে মহিলা মহাবিদ্যালয় অত্যন্ত জরুরি। জেলায় একটি মাত্র মহিলা কলেজ রয়েছে সেটা হলো আলিপুরদুয়ারে। এতবড় জেলায় দিতীয় মহিলা কলেজ অত্যন্ত জরুরি। আর এই মহিলা কলেজটি কর্মমুখী কোর্স চালু করলে এতদ অঞ্চলের ছাত্রীরা উপকৃত হবে। মহিলা মহাবিদ্যালয় হলে যেমন ছাত্রীরা উপকৃত হবে, তেমনি অনেক শিক্ষিত যুবক যুবতীদের কর্ম সংস্থান হবে। ফালাকাটা কলেজের প্রধান করনিক তাপস দাস রায় বলেন, মহিলা মহাবিদ্যালয় হলে সাধারণ কলেজের চাপ কমবে এবং ছাত্রীরা উপকৃত হবে। তাই ফালাকাটায় দ্রুত মহিলা মহাবিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।ফালাকাটা কলেজের ছাত্রী রিম্পা বর্মন বলেন, সাধারণ কলেজের থেকে ছাত্রীদের জন্য মহিলা মহাবিদ্যালয়ের গুরুত্ত অনেক বেশি এবং নিরাপত্তাও আছে।তাই মহিলা মহাবিদ্যালয়ের প্রয়োজন আছে।
ফাইলচিত্র