ইসলামপুরে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম শুভ জন্ম মহামহোৎসব
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৭শে নভেম্বর, ২০১৮: পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১ তম শুভ জন্ম মহোৎসব তৎসহ ১৫ তম দিনাজপুর জেলা সৎসঙ্গ উৎসব ইসলামপুরে সাড়ম্বরে পালিত হলো। ১৫তম দিনাজপুর জেলা সৎসঙ্গ উৎসবকে কেন্দ্র করে ইসলামপুর হাই স্কুল মাঠে লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। সকাল থেকেই প্রভাতী কীর্তন, সমবেত প্রার্থনা সহ ছাত্র যুব সম্মেলন, সাধারণ সভা, মাতৃ সম্মেলন এবং ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ভাবধারায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রচুর সৎসঙ্গীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তরবঙ্গের মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার সৎঙ্গীরাও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। পাশাপাশি ইসলামপুর মহকুমার বিভিন্ন ধর্মের মানুষ শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসবে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল ১৫তম দিনাজপুর জেলা উৎসবে হাজির হয়ে বলেন, ইসলামপুরের বুকে ঐতিহাসিক ধার্মিক অনুষ্ঠান। এধরনের অনুষ্ঠান ইসলামপুরের বুকে ইতিপূর্বে কখনো হয়নি। সবচেয়ে বড় বিষয় কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে এতো বড়ো মাপের অনুষ্ঠান সম্পন্ন করতে শুধু সৎসঙ্গই জানে এই অনুষ্ঠান তাঁর জ্বলন্ত উদাহরণ। ইসলামপুর সৎসঙ্গ মন্দিরের সহ প্রতি ঋত্বিক অরুণ ঝা বলেন, সর্বত্রই প্রেমের একটা খুব অভাব শ্রী শ্রী ঠাকুর জগৎবাসীকে যে প্রেমের কালচারে উদ্বুদ্ধ করেছেন, সেই জন্যই তার এই অনুষ্ঠান উৎসবের আয়োজন। মানুষে মানুষে মিলন, ক্ষেত্রে ক্ষেত্রে মিলন সেক্ষেত্রে দুই দিনাজপুর উত্তর ও দক্ষিণকে বাদ রেখে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন দিনাজপুর জেলা উৎসব। শ্রী শ্রী ঠাকুরের যে অফুরন্ত ভালোবাসা প্রেম এই ভাবধারাকে আমরা মানুষের মধ্যে আরো থেকে আরও এগিয়ে নিয়ে যাবো। শ্রী শ্রী ঠাকুরকে আমরা জগৎ মাঝে প্রতিষ্ঠিত করবো।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)