অভিষেকের সমর্থনে মিছিল ঘিরে মেখলীগঞ্জে তৃনমূলের গোষ্ঠীদন্দ প্রকাশ্যে

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৭শে নভেম্বর, ২০১৮: কুচবিহারে দলীয় সভা করবেন যুব তৃনমূল এর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা উপলক্ষে কুচবিহারের মেখলীগঞ্জে তৃনমূল নেতা তথা মেখলীগঞ্জ তৃনমূল কংগ্রেসের ব্লক কনভেনর উদয় রায়ের নেতৃত্বে একটি মিছিল বের হয় চৌরঙ্গী বাজার এলাকায়৷ সুত্রের থেকে জানা গেছে, একই এলাকায় সেই সময় পাল্টা মিছিল করেন তৃনমূল কংগ্রেসের বর্তমান ব্লক সভাপতি পরেশ অধিকারীর নেতৃত্বধীন তৃনমূল কর্মীরা৷ দুটি মিছিল ঘিরে তৈরি হয় উত্তেজনা। পরে সেটা চরমে ওঠে৷ দুটি মিছিলের স্লোগান ঘিরেও তৈরি হয় উত্তেজনা৷ উত্তেজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী৷ মেখলীগঞ্জ পুলিশের কড়া ব্যবস্থায় উত্তেজনা নিয়ন্ত্রনে আসে৷ মেখলীগঞ্জ তৃনমূল নেতা তথা উদয় রায় জানান -কুচবিহারে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই উপলক্ষে দলের কর্মীরা আজকে চৌরঙ্গী বাজার এলাকায় একটি মিছিল বের করে, কিন্তূ, কিছু তৃনমূল কর্মী পাল্টা মিছিল বের করেন৷ একই দিনে একই সময়ে দুটো তৃনমূল মিছিল ঘিরে কার্যত থমথমে উত্তেজক আবস্থা তৈরি হয় এলাকায়৷ এই প্রসঙ্গে অবশ্য মেখলীগঞ্জের তৃনমূল নেতা উদয় রায় এর দাবী – “এলাকায় সরকারের উন্নয়ন মূলক কাজ পৌঁছে দিতে কর্মীরা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে”। এরপর নাম না করে তিনি বলেন “কিছু নেতা আছেন যাঁরা সাধারণ মানুষকে ভুল বুজিয়ে চলছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ ও উপেক্ষা করে চলছেন। এটা ঠিক না”৷ অন্যদিকে, এই বিষয়ে তৃনমূল বর্তমান ব্লক সভাপতি পরেশ চন্দ্র অধিকারীর সাথে যোগাযোগ করা গেলে ওনাকে মোবাইলে পাওয়া যায়নি৷ অন্যদিকে, মেখলীগঞ্জের চ্যাংড়াবান্দা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রফিকুল ইসলাম জানান – “মিছিল করার পরিকল্পনা আমরা আগেই থেকেই নিয়েছি, মিছিল বের করি এবং যথা সময়ে শেষ হয়, ওই সময় উদয় রায়ের নেতৃত্বে কিছু সমর্থক মিছিল করার চেষ্টা করে। আমরা বাধা দেই”। তাদের কথায় দল একটাই, মিছিল একটি হবে, দুটো হবে না৷

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!