পরেশ অধিকারির কন্যার স্কুলে যোগদানের বিরুদ্ধে প্রতিবাদে এ.বি.ভি.পি মেখলীগঞ্জ
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৭শে নভেম্বর, ২০১৮: তৃণমূল হেভিওয়েট নেতা পরেশ অধিকারির কন্যার স্কুলে যোগদান ঘিরে বর্তমানে বিতর্ক তুঙ্গে৷ স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় জালিয়াতির অভিযোগ ওঠে তৃণমূল নেতা পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলে যোগদান নিয়ে৷ একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসে অঙ্কিতা অধিকারীর নাম৷ কি করে একধাপে শীর্ষে এলো তার নাম? কি করে কাউন্সিলিং এ উপস্থিত না থেকেও স্কুলে যোগ দিলেন শাসক দলের হেভিওয়েট নেতার এই কন্যা? প্রশ্ন এখন সব মহলে৷ সূত্রে্র খবর, গত শনিবার নিজের বাড়ির পাশে ইন্দিরা গার্লস স্কুলে যোগ দেন অঙ্কিতা অধিকারী৷ এরই প্রতিবাদে পথে নামে অখিল ভারতীয় ছাত্র পরিষদ৷ মিছিলে স্লোগান ওঠে -“গো ব্যাক অঙ্কিতা অধিকারী “গো ব্যাক পরেশ অধিকারী”৷ এদিনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মেখলীগঞ্জ শহরে৷ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন অখিল ভারতীয় ছাত্র পরিষদের জেলা সংযোজক হারু সরকার, ছাত্র নেতা ইরফান প্রামানিক, সন্দীপ বর্মণ সহ অন্যান্যরা৷ অখিল ভারতীয় ছাত্র পরিষদের পক্ষ থেকে জাননো হয় – এস.এস.সি’র দুর্নীতির বিরূদ্ধে আন্দোলন চলবে। তৃণমূল নেতা পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী ক্ষমতাবলে আজ সঠিক ভাবে মেধা তালিকায় নাম না থাকলেও চাকরি পেলেন, এর বিরূদ্ধে তারা লড়বেন৷ মেখলীগঞ্জ শহরে এই জন্য গতকাল বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় ছাত্র পরিষদ।
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)