মেধা তালিকায় দুর্নীতির অভিযোগ , স্কুলে যোগ দিলেন হেভিওয়েট তৃণমূল নেতা পরেশ অধিকারীর কন্যা
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৪শে নভেম্বর ২০১৮: অভিযোগ উঠেছিল মেধা তালিকায় নাম পিছনে থাকা সত্যেও হঠাত ই তার নাম তালিকার শীর্ষে উঠে এসেছিল। তিনি কোনও সাধারণ চাকুরী প্রার্থী নয়, তিনি হলেন তৃণমূল কংগ্রেস এর হেভিওয়েট নেতা পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী৷ উচ্চমাধ্যমিক স্তরে রাষ্ট্র বিজ্ঞানে শিক্ষক নিয়োগে ‘ওয়েটিং লিস্ট’ এ এমন তাজ্জব ঘটনা ঘটেছিল৷ তিনিই এদিন চাকুরীতে যোগ দিলেন।
তৃণমূলে যোগ দেওয়ার পরই হটাৎ করে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী কন্যার অঙ্কিতা অধিকারীর নাম এসএসএসি-র উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের মহিলা এসএসি মেধা তালিকায় এক নাম্বারে উঠে আসার অভিযোগ ওঠে। যাকে কেন্দ্র করা রাজ্য জুড়ে তোলপাড়ও দেখা যায়৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের পর দুর্নীতির অভিযোগ ওঠে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে প্রক্রিয়াতেও। সূত্র মারফত জানা যায়, সেই বিতর্কের মধ্যে পরবর্তীতে কাউন্সেলিং এ যায়নি অঙ্কিতা অধিকারী। ফলে তখনকার মত বিষয়টি শিথিল হয়ে যায়।পূজার আগে একবার ফের গুঞ্জন ছড়ায় একটি স্কুলে জয়েন্ট করেছে অঙ্কিতা।কিন্তু পরবর্তীতে জানা যায় তখন যোগ দেয়নি।কিন্তু সেই জল্পনার মধ্য দিয়ে শনিবার হটাত করে সবাই কে চমকে দিয়ে আজ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মেখলীগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়ে জয়েন্ট করে। স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া স্বীকার করে নেন স্কুলে যোগ দেওয়ার কথা কিন্তু এনিয়ে অঙ্কিতা অধিকারীর কোন মন্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত (টি.এন.আই)