বিজেপির রথযাত্রা নিয়ে বিশেষ বৈঠক কুচবিহারের মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২২শে নভেম্বর, ২০১৮: বিজেপির রথযাত্রায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়৷ ঠিক তখনই রথযাত্রার আগে বিজেপি কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মেখলীগঞ্জের চ্যাংড়াবান্ধায়। বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, মেখলীগঞ্জে মেখলীগঞ্জ টাউন মন্ডল, উত্তর মন্ডল, দক্ষিণ মন্ডলের বিজেপির নেতৃত্বসহ, সকল বুথ সভাপতি, সকল মোর্চার সভাপতিদের নিয়ে চ্যাংড়াবান্ধার মারওয়ারি ভবনে “গণতন্ত্র বাঁচাও রথ যাত্রা” নিয়ে একটি বিশেষ বৈঠক করা হয়৷ বৈঠকে একটি সম্পূর্ণ কমিটিও গড়া হয়৷
বিজেপি দলীয় সূত্রে জানা গেছে, মেখলিগঞ্জের আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র চ্যাংড়াবান্ধা হয়ে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক তিনবিঘা করিডর দিয়ে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের প্রত্যন্ত গ্রাম গুলিতে রথ প্রবেশ করতে পারে। এজন্য মেখলীগঞ্জের বিজেপি শিবিরে বিশেষ তৎপরতা তৈরি হয়েছে বলে জানা যায়। এদিনের বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শ্রী বঙ্কিম রায়, জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চা সভানেত্রী শ্রীমতি টিনা ব্যানার্জি এবং মেখলিগঞ্জ বিজেপি উত্তরমন্ডল সভাপতি বিশ্বনাথ শীল, দক্ষিণ মন্ডল সভাপতি দধিরাম রায় সহ শ্যামল বর্মণ, পবন কুমার ভাঁদানি প্রমুখ নেতৃত্বরা৷
ছবি : স্বপন রায় বীর (টি.এন.আই)