জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী কে হত্যা কুচবিহারের শীতলকুচিতে
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ২১শে নভেম্বর, ২০১৮: জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলো এক ব্যক্তি। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ কুচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত শীতলকুচি ব্লকের রাঙ্গামাটি গ্রামে৷ খুন হওঁয়া ব্যক্তির নাম সুরেন্দ্রনাথ বর্মণ (৫০)। স্থানীয় সুত্রে জানা গেছে সকালে নিজের জমিতে চাষ করতে যায় শীতলকুচি গ্রামের সুরেন্দ্রনাথ বর্মন নামে সেই ব্যক্তি। সেই সমযশেওই জমির সীমানায় গাছ লাগাতে আসে প্রতিবেশী ভবেন বর্মন নামে আরও এক ব্যক্তি। শুরু হয় বচসা। জমির সীমানা নিয়ে অনেক দিনের গন্ডগোল চলছিল৷ এবারও সেটা বাদ যায়নি। সেই সময় অভিযুক্ত ভবেন বর্মনকে কোদাল দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করে। ঘটনাস্থলে মারা যায় সুরেন্দ্রনাথ বর্মন। এরপর, সেখানে ছুটে যায় পুলিশ৷ ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে, খুনের ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশ আসামীকে গ্রেপ্তারও করে৷ অভিযুক্ত ভবেন বর্মণ গ্রামের এক জঙ্গলে লুকিয়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পুলিশ খবর পেয়ে আসামীকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত আসামি ভবেন বর্মণ – গ্রেপ্তারের পরে অসূস্ত হয়ে পড়েন৷ পুলিশের জেরাতে সে জানায় – খুন করার পরে নিজেই বিশ খেয়ে নেন, আত্মহত্যার চেষ্টা করেন৷
ছবি ও ভিডিও: স্বপন রায় বীর (টি.এন.আই)