তৃনমূলের বিক্ষোভ মিছিলে স্লোগান ‘পরেশ অধিকারীর চামরা তুলে নেবো আমরা’
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২০শে নভেম্বর ২০১৮: মেখলীগঞ্জে সদ্য সদ্য দায়িত্ব প্রাপ্ত তৃনমূল ব্লক সভাপতি তথা ফরওয়ার্ড ব্লক দল ত্যাগী নেতা পরেশ চন্দ্র অধিকারীর বিরুদ্ধে তৃনমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিলের হতবাক মেখলীগঞ্জবাসীরা। মেখলীগঞ্জ জুড়ে তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলে তৃনমূল নেতা কর্মীদের মুখে শোনা গেল “পরেশ অধিকারীর চামড়া তুলে নেবো আমরা” শ্লোগান। মোট আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন স্লোগান ঘিরে চাঞ্চল্য তৃনমূল অন্দরে৷ কুচলিবাড়ি, উঁচলপুকুরি,জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত পরেশ অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তৃনমূল যুব কংগ্রেস৷ মিছিলে বিক্ষোভ কারী তৃনমূল কর্মীদের দাবি – সদ্য দায়িত্বে থাকা পরেশ চন্দ্র অধিকারী নিজের খেল – খুশিমতো গ্রাম পঞ্চায়েত এর অঞ্চল সভাপতি নিয়োগ করছেন৷ এটা তারা মানবেন না৷ মেখলীগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকের তৃনমূলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শ্রী রঘু রায় পাখাধরা, শ্রী রশ্যামল বর্মণ এর নেতৃত্বে প্রায় সাড়ে চারশত কর্মী সমর্থক৷ বিক্ষোভকারী তৃনমূল কর্মী রঘু রায় পাখাধরা বলেন “সদ্য গ্রাম-পঞ্চায়েত অঞ্চল সভাপতি মাননীয় গোপাল চন্দ্র রায় কে সভাপতি করা হয়। এটা সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না ৷ ব্লক সভাপতি পরেশ চন্দ্র অধিকারী নিজের খেল খুশিমতো অঞ্চল সভাপতি নিয়োগ করছে, এটাও মানা যায় না৷ আমরা এজন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাবো”৷ মেখলীগঞ্জ তৃনমূল ব্লক সভাপতি অবশ্য জানিয়েছেন – মিছিলের বিষয়টি শুনেছেন, এই বিষয়ে উচ্চ নেতৃত্বের সাথে কথা বলবেন৷ বিক্ষোভকারী তৃনমূল কর্মীদের অবশ্য সাফ দাবি – অবিলম্বে সভাপতি পদের পরিবর্তন করতে হবে। অনেক পুরনো কর্মী যারা দলে কার্যভার বহন করছে, ওঁদেরই দায়িত্ব দিতে হবে৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)