শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও বিজ্ঞপ্তি না বেরনো পর্যন্ত আন্দোলন চালাবে ইউ.ইউ.পি.টি.ডাব্লু.এ
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯ই নভেম্বর, ২০১৮: শিক্ষামন্ত্রী এর তরফ থেকে আজ ইউ.ইউ.পি.টি.ডাব্লু.এ’র এর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। সেই মতো ইউ.ইউ.পি.টি.ডাব্লু.এ’র প্রতিনিধিদল আজ বিকেলে গিয়ে দেখা করেন মাননীয় শিক্ষামন্ত্রী এর সঙ্গে। যদিও আগেই ওনাকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। অ্যাসোসিয়েশন সুত্রে খবর শিক্ষা মন্ত্রী তাদের দাবিগুলি মন দিয়ে শুনেছেন এবং তার প্রতিক্রিয়া যে দাবীগুলো ২০০৯ এর এবং সেটা ২০১৮তে করা হচ্ছে। প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন যে উনি চেষ্টা করবেন এবং যতটা করবার তিনি করে দেবেন। তবে আশ্বাস পাওয়ার পরেও ইউ.ইউ.পি.টি.ডাব্লু.এ’র এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে জাননো হয় যে ইউ.ইউ.পি.টি.ডাব্লু.এ তাদের আন্দোলন বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কোনো অর্ডার না বের হচ্ছে। ইউ.ইউ.পি.টি.ডাব্লু.এ’র তরফ থেকে এও জানানো হয়েছে যে শিক্ষকদের থেকে স্পোর্টসের চাঁদার বিষয়ে শিক্ষামন্ত্রী অতিসত্বর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
সংবাদচিত্র