শিলিগুড়িতে আয়োজিত সাংবাদিকদের (আমরা সবাই মায়ের সন্তান) কালীপূজা
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি ৭ই নভেম্বর, ২০১৮: শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সঙ্গে যুক্ত সাংবাদিকরা এবং ফটোগ্রাফাররা একত্রিত হয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ঘরের কাছেই কালী পূজা আয়োজন করেছে। এই পূজার নাম রাখা হয় ‘আমরা সবাই মায়ের সন্তান’। এই উপলক্ষে এবং মাটির প্রদীপ প্রচলন হাড়িয়ে যাওয়া থেকে বাচাবার জন্যে ১০০১টি মাটির প্রদীপ জ্বালিয়ে এক বার্তা দেওয়া হয় শিলিগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গবাসীদের। গতকাল গভীর রাতে এই পূজা আরম্ভ হয়। এবং তাতে উপস্থিত ছিলেন পূজা আয়োজন কমিটির এবং জার্নালিস্ট ক্লাবের বেশিরভাগ সদস্য। এই উপলক্ষে ক্লাব মহাসচিব শ্রী অংশুমান চক্রবর্তী জানান যে শুক্রবার এই পূজা বিসর্জন হবে তবে তার আগে প্রতিদিন পূজা প্রাঙ্গণ থেকে ভোগ বিতরণ হবে। এদিন পূজায় উপস্থিত ছিলেন প্রসেঞ্জিত রাহা, ইরফান-এ-আজম, দিপ্তেন্দু দত্ত, তারক সরকার, অভ্রবরন চ্যাটার্জি, শুভদিপ নন্দী এবং অন্যেন্য সদস্য সদস্যারা।
সংবাদচিত্র