শিলিগুড়িতে আয়োজিত অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে জয়ী বাঘাযতীন
প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা নভেম্বর ২০১৮: রবিবার শিলিগুড়িতে আয়োজিত সিদ্ধি চরণ সরকার উইনার্স রানিং ট্রফি এবং মঞ্জুরানী মজুমদার রানার্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অগ্রগামী সংঘকে হারিয়ে জয়ী হল বাঘাযতীন এথলেটিক ক্লাব। এদিনের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি কলেজ এর অধ্যক্ষ সুজিত ঘোষ, ক্রীড়াপ্রেমী কুন্তল রায়, জ্ঞানময় ঘোষ প্রমুখ।
টসে জিতে বাঘাযতীন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৭ উইকেট এর বিনিময়ে ১৬২ রান করে। বাঘাযতীন এর হয়ে বলরাম সরকার ৩৪, সাম্যজিৎ বসু ৩২, এবং অনিক নন্দী ৩০ রানের ইনিংস খেলে। অগ্রগামীর হয়ে ২ উইকেট দখল করেন মুজাম্মিল রহমান। জবাবে ব্যাটিং করতে নেমে অগ্রগামী ২০ ওভারে ১০ উইকেট এর বিনিময় ১৪৩ রান এ আটকে যায়। অগ্রগামীর হয়ে রান করেন শুভঙ্কর সাহা এবং মুজাম্মির রহমান। বাঘাযতীন এর রিতেশ সাহা, সূর্যপ্রতাপ ভৌমিক এবং জগন্নাথ শর্মা ২ টি করে উইকেট দখল করে। বাঘাযতীন এদিনের ম্যাচে ১৯ রান এ জয় এর মাধ্যমে টুর্নামেন্ট এর সেরা নির্বাচিত হয়।
এদিনের ফাইনাল ম্যাচ এ ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন বাঘাযতীন এর বলরাম সরকার। পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট স্কুল স্পোর্টস এসোসিয়েশন এর সভাপতি শ্রী মদন ভট্টাচার্য মহাশয় , বাঘাযতীন ক্লাব এর সাধারণ সম্পাদক কুন্তল রায়, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এর সহকারী সম্পাদক (ক্রিকেট) অরুণ ছেত্রী প্রমুখ। বাঘাযতীন এথলেটিক ক্লাব এর প্রিয়াংশু পাল এর ধরা ক্যাচ টি টুর্নামেন্ট এর ‘বেস্ট ক্যাচ’ নির্বাচিত হয়। সেরা উইকেট কিপার নির্বাচিত হন অগ্রগামী সংঘের তামগ্ন সাহা। ১০ উইকেট পেয়ে টুর্নামেন্ট এর সেরা বোলার নির্বাচিত হন বাঘাযতীন এথলেটিক ক্লাব এর অনিক নন্দী। ‘প্রমিসিং ক্রিকেটার’ নির্বাচিত হন বলরাম সরকার। টুর্নামেন্ট এ ২১০ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন অগ্রগামী সংঘের আর্য ম্যান সিং। টুর্নামেন্ট এ ২০২ রান এবং ১০ উইকেট দখল করে ‘ম্যান অফ দ্যা সিরিজ’ নির্বাচিত হন বাঘাযতীন এথলেটিক ক্লাব এর অনিক নন্দী। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ‘সিদ্ধি চরণ সরকার উইনার্স রানিং ট্রফি’ এবং নগদ ৭ হাজার টাকা তুলে দাওয়া হয় পাশাপাশি শিলিগুড়ি অগ্রগামী সংঘের হাতে ‘মঞ্জুরানী মজুমদার রানার্স ট্রফি’ এবং নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ছবি: প্রণব দাস (টি.এন.আই)