চোপড়ায় ফের নতুন করে জোট – তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, গ্রেপ্তার ৭
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর ৫ই নভেম্বর, ২০১৮: সোমবার ফের নতুন করে চোপড়ার ঘিরনিগাঁ গ্রাম পঞ্চায়েতের ধনীর হাট এলাকায় কংগ্রেস সিপিএম জোট প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আজিরুল ইসলাম এবং ইউনুস আলী নামে দুই ব্যক্তি জখম হয়। তাদের মধ্যে আজিরুল ইসলামকে দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর দেখে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘিরনীগাঁওয়ের ঘটনায় আরও বেশকয়েকজনের আহত হবার খবর স্থানীয় সূত্রে মিলেছে। এছাড়াও ঘটনায় একটি ছোট বাচ্চা জখম হবার খবর মিলেছে। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে গতকাল চোপড়ায় রাজনৈতিক সংঘর্ষের জেরে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দীঘল গাও গ্রামের বিভিন্ন জায়গা থেকে সাতজনকে গ্রেপ্তার করে চোপরা থানার পুলিশ। কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ধৃতরা জানিয়েছেন তারা ওই এলাকার দোকানদার তারা তাদের দোকানেই ছিলেন। তারা কোনো রাজনৈতিক দল করেন না এই ঘটনার সাথে তারা কোনভাবেই যুক্ত না তবুও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে এদিন চোপড়ার লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি ছিল। যে কোনো রকমের গন্ডগোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মৃত কংগ্রেস কর্মী মহম্মদ সাকিরের মৃতদেহ এদিন এলাকায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে।
ছবি : দীপঙ্কর দে (টি.এন.আই)