শিলিগুড়ি ভারতনগরের তুফানী সংঘের নতুন টিটি কোচিং সেন্টার উদ্বোধন হচ্ছে আজ
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি ২৪শে মার্চ, ২০১৯: আজ শিলিগুড়ির ভারতনগর স্থিত তুফানী সংঘের নবনির্মিত টেবিল টেনিস কোচিং সেন্টারের শুভ উদ্বোধন হতে চলেছে বিকেল ৫টায় তুফানী সংঘ ক্লাব প্রাঙ্গণে। এই টিটি সেন্টারের নাম রেইনবো টেবিল টেনিস কোচিং সেন্টার। গত পাঁচ মাসে এই কোচিং সেন্টার তৈরি হয়েছে। সেন্টারের প্রধান কোচ শ্রী রাজদ্বীপ সরকারের মতে এই সেন্টার ২৮০০ বর্গ ফুট বিশিষ্ট। এই কোচিং সেন্টারের বিশেষত্ব হল শহরের এটাই প্রথম টিটি কোচিং সেন্টার যেখানে এক ছাদের তলায় ৬টি টিটি ট্রেনিং বোর্ড বসানো ব্যাবস্থা করা হয়েছে। শ্রী সরকার আরও বলেন যে এই পদ্ধতিতে অনেক বেশি শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া অনেক বেশি সহজ এবং তাদের খেলার ওপর নজর রাখা সম্ভব।
শহরের অন্যান্য টিটি কোচিং সেন্টারে অনেক বোর্ড রয়েছে কিন্তু সেগুলো বিভিন্ন তলে বা বিভিন্ন ট্রেনিং হলে অবস্থিত। তুফানী সংঘ ক্লাব সুত্র অনুযায়ী জানা যায় আজকের উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকছেন শহরের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় শ্রীমতী অর্জুন মান্তু ঘোষ। এছারাও বিশেষ অতিথি হিসেবে থাকছেন শিলিগুড়ি মহকুমার মহকুমা শাসক সিরাজ দানেশ্বর এবং বিজ্ঞানী ডঃ পার্থ সারথি চক্রবর্তী। ক্লাব সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ চন্দ বলেন রেইনবো টেবিল টেনিস কোচিং সেন্টার ভবিষ্যতে শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার অনেক প্রতিভা খুজে আনতে সমর্থ হবে।
ছবি ও ভিডিও: তুফানী সংঘ, শিলিগুড়ি, প্রনব দাস (টি.এন.আই)