ধূপগুড়িতে দুই দিনে চার টি সাপ উদ্ধার হল
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১লা নভেম্বর ২০১৮: ফের ধূপগুড়িতে গৃহস্থের ঘর থেকে বিশালাকার গোখরো সাপ উদ্ধার হল। শহরের ১১ নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা আশালতা অধিকারীর বাড়ি থেকে এদিন বিষাক্ত সাপটি উদ্ধার করা হয়। বন-দফতরে সাপ ধরার জন্য প্রশিক্ষিত কর্মী না থাকায় সাপ উদ্ধারে যথেষ্ট সমস্যায় পড়েছেন দফতরের কর্মী ও আধিকারিকেরা। বর্তমানে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাই সাপের হাত থেকে শহরবাসীকে বাঁচাতে একমাত্র ভরসা। এদিন আশালতা দেবীর বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় সর্প বিশারদ মিন্টু চৌধুরী। তিনি জানান গত দুদিনে শহরের বিভিন্ন স্থান থেকে ধরা ৪ টি বিষাক্ত গোখরো সাপ বন-দফতরের হেফাজতে এদিন তুলে দেওয়া হয়।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)
Facebook Comments