পণের টাকা না মেলায় গৃহবধূর ওপর অত্যাচার ও যৌন হেনস্থা মাথাভাঙ্গায়
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ১লা নভেম্বর, ২০১৮: মাথাভাঙ্গায় মধ্যযুগের বর্বরতার শিকার হলো এক গৃহবধূ। বিয়ের সময় পণের টাকা সব না মেলায় শ্বশুরবাড়িতে চলে পাশবিক অত্যাচার৷ মারধোর করার পরে হাতে গরম তেল ঢেলে দেওয়া হয়৷ অভিযোগের তীর শাশুড়ি, ননদ, দেওর এবং কাকাশ্বশুরের বিরূদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কুচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের হাজরাহাট গ্রাম পঞ্চায়েত ভাঙ্গামোর গ্রামে৷ গৃহবধূর নাম গীতা জোয়ারদার৷ কর্মসুত্রে স্বামী বিদেশে থাকে৷ স্বামী বাড়িতে না থাকায় পনের দাবিতে চলে আরও বেশি অত্যাচার ও যৌন হেনস্থা৷ অত্যাচার সইতে না পেরে গৃহবধূ বাপের বাড়ি চলে যায়। আজ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরে আসে গৃহবধূ। আজকেই বেলা ৩টে নাগাদ গৃহবধূকে শ্বশুরবাড়ির মারধোর করে এবং হাতে গরম তেল ঢেলে দেওয়া হয়৷ অভিযোগ শাশুড়ি, দুই দেওয়র, ননদ, এবং কাকা শাশুড়ি ওই গৃহবধূকে মারধোর করে হাতে গরম তেল ঢেলে দেয়৷ এরপর প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে যান। পরে তারাই, হাসপাতালে ভর্তি করায়৷ প্রতিবেশিরা জানান “ওই পরিবার লাগাতর ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাত, এই ঘটনায় তারাও গৃহবধূর সুবিচার চান৷ লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ৷
ছবি ও ভিডিও: স্বপন রায় বীর (টি.এন.আই)