জঙ্গি হানায় ৫ বাঙালী যুবকের মৃত্যু আসামের তিনসুকিয়ায়

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, তিনসুকিয়া, ১লা নভেম্বর, ২০১৮: আজ এক মর্মান্তিক ঘটনায় অসমের তিনসুকিয়া জেলার সাদিয়ায় ৫ যুবককে খুন করেছে সন্দেহ ভাজন জঙ্গিরা। পুলিশের সন্দেহ জঙ্গিরা উলফা (ইন্ডিপেন্ডেন্ট) গোষ্ঠীর। মৃতরা সকলেই বাঙালি বলে জানা গিয়েছে। তাঁদের নাম শ্যামল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ বিশ্বাস ও ধনঞ্জয় নমশূদ্র। জানা গিয়েছে, সেনার পোশাকে আসে বন্দুকধারি জঙ্গিরা। সেই সময় একটি দোকানে বসেছিল ৬ জন যুবক। কিছু বোঝার আগেই যুবকদের অপহরণ করে নিয়ে যায় তারা পাশের ব্রহ্মপুত্র নদীর চড়ে। সেখানে তাঁদের বসিয়ে একে একে গুলি করা জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত অবস্থায় ২ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। এরপরেই একজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিস ও সেনা বাহিনী। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী তপন কুমার। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনার কারন হিসেবে নাগরিকপঞ্জির জন্যে হয়ে থাকতে পারে বলে টুইট করেন।

সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!