মারা গেছে ইকা, শিলার হিংস্র হওয়ার আশঙ্কায় বেঙ্গল সাফারিতে সিসিটিভিতে নজর
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩০শে অক্টোবর, ২০১৮: হঠাৎ করে ছন্দ পতন হল বেঙ্গল সাফারির রয়্যাল পরিবারে। এতদিন সব ঠিকঠাক চলছিল কিন্তু সাত সকালেই বিষণ্ণতার খবর ছড়িয়ে পড়ল শহর জুড়ে। বেঙ্গল সাফারির রয়্যাল পরিবার অর্থাৎ শিলার পরিবারের কনিষ্ঠ সদস্যা ইকার মৃত্যু হয়েছে। এমনিতেই শিলিগুড়িবাসীদের কাছে এক গর্বের বিষয় ছিল শিলার পরিবার। শিলিগুড়ির প্রথম ব্যাঘ্র শাবক হল ইকা, কিকা আর রিকা। সেই জন্যে কিছুটা বিষণ্ণতার ছাপ দেখা গেল বেঙ্গল সাফারিতে। তবে কি জন্যে এই শাবক মারা গেল সেটা পরীক্ষা করবার জন্যে ভিসেরা কলকাতায় পাঠানো হয়েছে। তবে জানা গিয়েছে যে ইতিমধ্যেই ইকার পোষ্ট মর্টেমের হয়ে গিয়েছে। তবে এবার নজর থাকবে শিলার ওপর। এর কারন সাধারণত সন্তানহারা বাঘিনী কিছুটা হিংস্র হয়ে ওঠার সম্ভাবনা থাকে। সবদিক বিবেচনা করে সিসিটিভি ক্যামেরায় নজর রাখছেন বেঙ্গল সাফারির কর্তারা।
ছবি: স্নিগ্ধা সোম (টি.এন.আই)