ডালখোলায় গৃহবধূকে পণের জন্যে পুড়িয়ে মারার অভিযোগ, শ্বশুরবাড়ির লোক পলাতক
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ডালখোলা, ৩০শে অক্টোবর, ২০১৮: আবার পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার ফতেপুর এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম সামেলা খাতুন (২১)। এই ঘটনায় পীড়িত পরিবারবে পক্ষ থেকে থানায় নিহত গৃহবধূর স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বছর তিনক আগে ডালখোলা থানার ভগবানপুর গ্রামের বাসিন্দা সামেলা খাতুনের সাথে বিয়ে হয় ডালখোলা থানার ফতেপুর গ্রামের বাসিন্দা জামেরুল ইসলামের সাথে। বিয়ের পরে সামেলা একটি পুত্র সন্তানকেও জন্ম দেয়। গত ছয় মাস আগে শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে সামেলা তার স্বামী জামেরুল ইসলামকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। সেখানে থাকার পর ছয় দিন আগে আবার শ্বশুরবাড়ি থেকে স্বামী-স্ত্রী কে শ্বশুরবাড়ি ফিরে আসতে বলা হয়। তবে পণের জন্যে অত্যাচার আবার শুরু হয়। আজ সকালে সামেলার শ্বশুরবাড়ির গ্রামে লোকেরা বাপের বাড়ির লোকেদের খবর দেয় তার মেয়ে করনদিঘী হাসপাতালে ভর্তি আছে। সেই কথা শুনে তারা করনদিঘী হাসপাতালে ছুটে এসে দেখে সামেলার পুরো শরীর আগুনে পোরা। তৎক্ষণাৎ সামেলাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনলেও সামেলাকে বাঁচানো যায়নি। সামেলার পরিবারের সদস্যাদের এবার দাবী যে সামেলার শ্বশুরবাড়ির লোকেদের যেন কঠিন শাস্তি হয়। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির। তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
ছবি ও ভিডিও: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)