ত্রিপুরা-বাংলা সীমান্তে দ্বিপাবলীর ৭ দিন আগেই জওয়ানদের দ্বিপাবলী শুভেচ্ছা বিনিময়
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, আগরতলা, ২৯শে অক্টোবর, ২০১৮: আজ ত্রিপুরা রাজ্যের ভারত ও বাংলাদেশের সীমান্তে নিয়জিত সৈন্যরা (বি.এস.এফ) প্রাক দ্বিপাবলী উপলক্ষে নিজেদের মধ্যে মিষ্টি আদান প্রদান করেন। এই পদক্ষেপ দুই দেশের সুসম্পর্কের সামিল। আজ ভারতের বি.এস.এফ কর্তারা বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বি.জি.বি) কর্তাদের সঙ্গে দেখা করে এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাদের শুভেচ্ছা জানান। এই উপলক্ষে বি.এস.এফ জওয়ানেরা রাস্তার বিভিন্ন জায়গায় মোমবাতি ও প্রদীপ জ্বালায়। যদিও দ্বিপাবলী আরও ৭ দিন দেড়ি তবুও এই শুভেচ্ছা বিনিময় কিছুটা হলেও সীমান্তে অশান্তির বাতাবরণ হয়ত নিবারন করতে সক্ষম হবে।
ফাইলচিত্র
Facebook Comments