‘জঞ্জাল শহর’ শিলিগুড়িতে ডাস্ট বিন বন্টন করলেন মন্ত্রী গৌতম দেব
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে অক্টোবর, ২০১৮: “আমার শিলিগুড়ি আমার অঙ্গীকার: কিপ শিলিগুড়ি ক্লিন এন্ড সেফ্” ঠিক এই বক্তব্যকে সামনে রেখে, শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটি প্রয়াস’ আজ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অগ্রণী হয়েছিল। শহরের বুকে মণিপুরী সুদৃশ্য বেত দ্বারা নির্মিত আবর্জনা ফেলবার পাত্র বন্টন করা এবং শহরের বিভিন্ন স্থানে সেগুলির স্থাপনও করা হয় সংস্থার পক্ষ থেকে। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়ের হাত দিয়ে। শহরের বুকে এমন অভিনব উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন সকল শহরবাসী এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন একটি প্রয়াসের ত্রয়ী জুটি; শ্রীমতি তনিমা ঘোষ, শ্রী শক্তি পাল ও শ্রীমতি সুস্মিতা পাল মহাশয়াদের এমন প্রকট পদক্ষেপের জন্য।
ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)