সুব্রত কাপের জন্য শিলিগুড়ি জংশন এর বাণী মন্দির রেল ওয়ে হাই স্কুল টিম এর প্রস্তুতি শুরু
প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে অক্টোবর ২০১৮: দিল্লীতে শুরু হতে চলা ইন্টারন্যাশনাল সুব্রত কাপ ২০১৮’র আগে ১৫ দিনের প্র্যাকটিস করতে পাঞ্জাব পৌঁছে গেছে শিলিগুড়ি জংশন এর বাণী মন্দির রেল ওয়ে হাই স্কুল এর টিম। তারা ইনডিং রেলওয়ে র হয়ে এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এ অংশগ্রহণ করবে। ম্যাচের আগে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তাদের পাঞ্জাবের কাপুর থালায় ১৫ দিনের অ্যাডভানস প্রস্তুতি শিবির শুরু হয়েছে। টিমের প্রধান কোচ উৎপল মুখার্জী ছাড়াও রয়েছেন দীপঙ্কর দেবনাথ এবং কোচ সুদীপ্ত কুমার জানা। তিনি জানিয়েছেন “ছেলেরা খুব ভালো করে প্র্যাকটিস করছে, এখানে যথেষ্টই উন্নত মানের পরিকাঠামো রয়েছে।” তিনি দল নিয়ে খুব আশাবাদী । ১৫ দিন র প্র্যাকটিস সেরে আগামী ৬ নভেম্বর দল দিল্লি পৌঁছাবে। দলের প্রথম ম্যাচ ৮ই নভেম্বর। এই টুর্নামেন্ট মোট ৪৮টি দল অংশ নিচ্ছে এর মধ্যে ভারত ছাড়াও অন্যান্য ছয়টি দেশের দল রয়েছে।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)