ইসলামপুরে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করল পুলিশ
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৫ই অক্টোবর, ২০১৮: ইসলামপুর পুলিশের উদ্যোগে প্রকাশিত হলো পুজোর গাইড ম্যাপ। শহরের সূর্যসেন মঞ্চে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাইড ম্যাপ প্রকাশিত হয়। এই গাউড ম্যাপ প্রকাশ করেন ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল, মহকুমাশাসক মনীষ মিশ্র, ডিএসপি ট্র্যাফিক দেবরাজ ঘোষ, ইসলামপুর থানার আই.সি রাজেন ছেত্রী, থানার ট্রাফিক ওসি রেমন্ড লোহার প্রমূখ। এদিনের গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে উৎসবের দিন গুলি সুন্দর ও ভালো কাটুক সকলের এই বলে শুভেচ্ছা জানান।
পাশাপাশি তিনি বলেন পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে গাউড ম্যাপ থেকে গুরু করে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে মানুষ কে নিরাপত্তা দিতে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিক মন্ডল বলেন আনন্দেরই দিনগুলিতে কারো যেন কোনো অসুবিধে না হয় সেজন্য পুলিশ প্রশাসন তাদের সঙ্গে থাকবে। এদিণের এই অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে পুজোর ভিড়ে শিশুরাও যাতে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়। অনুষ্ঠানে তিনি বলেন পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে ইসলামপুরের বিভিন্ন রাস্তায় পুজোর ক’দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।বড়ো গাড়ি, টোটো, ভুটভূটি সন্ধ্যার পর থেকে শহরে ঢুকতে দেওয়া হবে না।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)