দারিভিটকাণ্ডে প্রধান শিক্ষক সহ ছয় শিক্ষকের বিরুদ্ধে ইসলামপুর থানায় পড়ুয়াদের এফআইআর
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৩ই অক্টোবর, ২০১৮: দারিভিটকাণ্ডে নয়া মোড় এবার প্রধান শিক্ষক সহ মোট ছয়জন শিক্ষকের বিরুদ্ধে শনিবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করলো দারিভিট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। পাশাপাশি পুজোর ছুটি শুরুর আগের দিনও খুললো না দারিভিট উচ্চ বিদ্যালয়। জানা গিয়েছে, দারিভিটকাণ্ডে নিহত ছাত্র রাজেশ সরকারের বোন মৌ সরকার সহ বেশকিছু পড়ুয়ারা মিলে এদিন ইসলামপুর থানায় এসে গত ২০ সেপ্টেম্বরের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু সহ ছয় শিক্ষকের নামে শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ দিয়ে অশান্ত করে তোলা সহ ছাত্রীদের শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে এফআইআর দায়ের করেছে।
তবে ওই পড়ুয়াদের এদিন ইসলামপুর মহকুমা শাসক দপ্তর চত্তরেও দেখা যায়। কিন্তু ঠিক কি কারনে তাঁরা ওখানে এসেছিলেন সেনিয়ে কিছুই জানাতে নারাজ পড়ুয়ারা। মহকুমা শাসককেও ফোনে যোগাযোগের চেষ্টা করলেও উনি ফোন ধরেননি। অন্যদিকে দাড়িভিট হাইস্কুলের ১৯০০ পড়ুয়ার ভবিষ্যৎ দিন প্রতিদিন অনিশ্চায়তার কোলে ঢলে পড়ছে। আগামীকাল রবিবারের পর সোমবার থেকেই শুরু হচ্ছে পুজোর মরসুম উপলক্ষে দীর্ঘকালীন ছুটি। এই মূহুর্ত্তে নবম শ্রেণীর পড়ুয়াদের যেমন মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রয়োজন তেমনি ২০১৯ ব্যা চের দশম শ্রেণীর ছাএছাত্রীদের মাধ্যমিক পরীক্ষাও একপ্রকার অনিশ্চিত হয়ে পড়লো। সব মিলিয়ে দারিভিট হাই স্কুলের পঠন পাঠনের পাশাপাশি এলাকার পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)