একই দিনে খাঁচা বন্দি দুটি চিতাবাঘ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১১ই অক্টোবর ২০১৮: ডুয়ার্সের বিন্নাগুড়ি ও চালসা থেকে একই দিনে খাঁচায় ধরা পড়ল দুটি চিতাবাঘ। জঙ্গল লাগোয়া এলাকায় ইদানীং চিতাবাঘের গতিবিধি বেড়ে যাওয়ায়, বাঘ বাবাজী দের বন্দী করে গভীর জঙ্গলে ফেরত পাঠাতে বনদফতরের পক্ষ থেকে বেশ কিছু খাঁচা পাতা হয়েছিল। তাতেই এই দুটি চিতাবাঘ ধরা পরে। বনদফতর সূত্রে জানা গিয়েছে বুধবার বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে পাতা খাঁচায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতা বাঘ এবং চালসা সংলগ্ন আইভিল চা বাগানে পাতা খাঁচায় একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা পড়ে। বাঘ দুটিতে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)
Facebook Comments