ইসলামপুরে আবৃত্তি পরিষদের রজত জয়ন্তী উৎসব পালিত

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ১১ই অক্টোবর ২০১৮: ‘ভূমি মঙ্গলম’ শীর্ষক স্তব বাক্যে মুখরিত হল আবৃত্তি পরিষদের রজত জয়ন্তী বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। দুর্গা-গানে দেবশ্রী সিনহার নৃত্য উপস্থাপনা অসাধারণ। এক ঝাঁক শিল্পীর রবীন্দ্র ভাবনার বিচ্ছুরণ কবিতায় কবিতায় এক কথায় অনবদ্য। আধুনিক শিক্ষা ব্যবস্থার নানান দুর্গম দিক উঠে এলো খুদেদের সমবেত নৃত্যের কোলাজে। আবৃত্তি পরিষদের পঁচিশ বছর উদযাপনকে সামনে রেখে এদিন মঞ্চে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় স্মরণিকা। প্রকাশ করেন কবি নিশিকান্ত সিনহা, বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু সরকার, বাচিক শিল্পী সুশান্ত নন্দী, পারমিতা ভট্টাচার্য এবং সংস্থার অধ্যক্ষ অনিন্দিতা বিশ্বাস। আবৃত্তি কেন্দ্রিক আলোচনায় অংশ নেন বাচিক শিল্পী চন্দন সাহা। খুদে শিল্পী আর্যমানের আধো আধো ছড়া সত্যি বেশ। শিশুদের রেলগাড়ি তালে ছন্দে কু ঝিক ঝিক আওয়াজ তুলে যেন এগিয়ে চলল। তালে ছন্দে আবোল তাবোল কি দারুণ উপস্থাপনা। এভাবেই এগিয়ে চলল একের পর এক শব্দ কথন আর অক্ষর শৈলীর নান্দনিক কথকতা।বড়দের নারীদের বঞ্চনা নিয়ে কবিতাও যেন নিভৃতে অনুভব ছুঁয়ে গেল দর্শকদের। খুদেদের পালকির গান এককথায় প্রশংসিত। “ভারতবর্ষ সন্ত্রাস ও সম্প্রীতি “শীর্ষক সমবেত কবিতা প্রবাল দে সরকারের গানের সাথে যেন মেলবন্ধন ঘটালো। ভালোবাসার কবিতা ও সুরধ্বনি পাঁচ নারীর কণ্ঠে উদ্দীপিত হল অজস্রবার। সমীর দাসের একক কবিতা দিয়ে শেষ এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় বিক্রম ও অর্ঘশ্রী। যন্ত্রানুসঙ্গে শেখর কর্মকার ও প্রবাল দে সরকার। সার্বিক সহযোগিতায় বিশ্বজিৎ বিশ্বাস। আবৃত্তি পরিষদের রজত জয়ন্তী উৎসব সংস্কৃতি মনস্কদের কাছে এক অন্য আস্বাদ উপহার দিয়েছে।

ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!